January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 28th, 2022, 1:58 pm

ঈদযাত্রা: ভোগান্তি কমাতে সরাইলে মহাসড়কে পুলিশের অভিযান

মহাসড়কে যানজট নিরসন ও ঈদে ঘরমুখো মানুষদের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কের বিশেষ অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে পুলিশ।

বুধবার থেকে চলা এই অভিযানে অংশ নেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, এসআই আরিফ হোসেন খান, কনস্টেবল মোমেন মিয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এদিন দুপুরে খাটিহাতা হাইওয়ে থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ স্পিডগান দিয়ে যানবাহনের গতি পরীক্ষা করে। ওই সময় মহাসড়কে নিষিদ্ধ যানবাহন সিএনজিচালিত অটোরিকশা, হেলমেড বিহীন মোটরসাইকেল চালকসহ নিয়ম অমান্য করা যানবাহনের চালকদের বিভিন্ন জরিমানা করা হয়।

এ বিষয়ে ওসি সুখেন্দু বসু বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষ নিরাপদে যাতায়াতের জন্য পুলিশ সব সময় মহাসড়কে দায়িত্ব পালন করছে। মহাসড়ক যানজট, ভোগান্তি ও চাঁদাবাজিমুক্ত রাখতে খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ সব সময় সঠিক দায়িত্ব পালন করবেন।

—ইউএনবি