January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 28th, 2022, 7:47 pm

এবারের ঈদে নেই শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক :

ঈদের টিভি পর্দায় বড় একটা অংশজুড়ে থাকে অভিনেত্রী শবনম ফারিয়ার নাটক। জানিয়েছিলেন, এ উৎসবের কাজগুলো তিনি নিজেও দেখতে বেশ পছন্দ করেন। তবে এবারের ঈদকে ঘিরে ফারিয়াসহ তার ভক্তদের জন্য দুঃসংবাদ থাকছে। আয়োজনের নতুন কোনও নাটকে তাকে দেখা যাবে না। কারণ পুরো রোজায় নতুন কোনও কাজ করেননি তিনি। বিষয়টি নিয়ে এই তারকা বলেন, ‘গত একমাস আমি পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। চলতি মাসের মাঝামাঝিতে শেষ হয়েছে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। পড়ার চাপে একদমই শুটিং করিনি। এরপর শুরু হলো রোজা। পরীক্ষার ধকল কাটিয়ে রোজা রেখে কাজ করাটা সম্ভব হয়নি। তাই নতুন কোনও নাটকে এবার আমাকে দেখা যাবে না।’ শবনম ফারিয়া ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) ছাত্রী। সাংবাদিকতা বিষয়ে নতুন করে আরেকটি স্নাতকোত্তর করছেন। জানালেন, এবারের ঈদটা পরিবারের সঙ্গে কাটাবেন। সময় দেবেন বন্ধু-বান্ধবদের। আর কাজে ফিরবেন আরও একমাস পর। কারণ এরমধ্যে নিজেকে আরও ফিট করতে চান তিনি। তাই কোরবানি ঈদের নাটকে দেখা যাবে তাকে।