গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নান বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনি ইউএনবিকে বলেন, মান্নান ইউনাইটেড হাসপাতালে বিকাল সাড়ে ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মান্নান ধর্ম প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার রাতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর গাজীপুরের সাবেক মেয়রকে লাইফ সাপোর্টে রাখা হয়।
তিনি বলেন, ২০১৫ সালে কারাগারে পাঠানোর পর থেকে মান্নান উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে করা মামলায় মান্নানকে রাজধানীর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি ২০১৭ সালের ৬ জানুয়ারি জামিনে জেল থেকে মুক্তি পান। পরে বিভিন্ন অসুস্থতার কারণে তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
২০১৩ সালের জুলাইয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন মান্নান।
—ইউএনবি
আরও পড়ুন
পাইকগাছা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
বিএনপির আগামী পথচলা হবে জনগণের সাথে ব্যারিষ্টার মোঃ কামাল উদ্দিন
কুড়িগ্রামে ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে পল্লী বিদ্যুৎ কর্মীরা