অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ২২ লাখ ২৫ হাজার ৯৪১ এবং মোট মৃতের সংখ্যা ৬২ লাখ ৩০ হাজার ৯৫৭ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১২ লাখ ৪৯ হাজার ২৫৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৩ হাজার ১৫৬ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৬৩ হাজার ৪৬৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ৪১ লাখ আট হাজার ৯২০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৭২ হাজার ৪৮৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ৬৯৩ জনে।
আরও পড়ুন
৯/১১ হামলায় নিহত ১১০০ জনের পরিচয় এখনো অজানা
জাকসুর দুই হলে ভোট গ্রহণ বন্ধ
জাকসু নির্বাচন : রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক