October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 29th, 2022, 9:28 pm

জাপানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাচ্ছেন আবুল কালাম আজাদ

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ জাপান সরকারের ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টারস’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

অর্ডার অব দ্য রাইজিং সান জাপানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।

ঢাকার জাপান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও পারস্পরিক বোঝাপড়া তৈরিতে বিশেষ ভূমিকার জন্য তাকে এ সম্মাননা দেয়া হচ্ছে।

আগামী ১০ মে জাপানের ইম্পেরিয়াল প্রাসাদে দেশটির সম্রাট এই পুরস্কার তুলে দেবেন।

বাংলাদেশের বিদ্যুৎ সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় আবুল কালাম আজাদ বিদ্যুৎ বিভাগে মাস্টার প্ল্যান ২০১০ তৈরির জন্য বাংলাদেশে জাইকার সহায়তায় বিশেষ ভূমিকা রাখেন।

তিনি ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত বাংলাদেশ-জাপানের সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপের (পিপিইডি) সহ-সভাপতি ছিলেন।

এ সময় টোকিও ও ঢাকায় অনুষ্ঠিত একাধিক বৈঠকে বাংলাদেশ ও জাপানের পিপিইডি সরকারি ও বেসরকারি খাতের নেতারা যোগ দেন।

তার নেতৃত্বে পিপিইডি সরকারিও বেসরকারি বিনিয়োগ বাড়ায় এবং জাপান বাংলাদেশকে বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান হিসেবে স্বীকৃতি দেয়।

মহেশখালী মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (এমআইডিআই) আজাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার জাপানিজ ইকোনমিক জোন বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে নেতৃত্ব দেন।

—ইউএনবি