যানজটের সমস্যা বাংলাদেশে নতুন কিছু নয়, তবে ঈদকে সামনে রেখে এই যানজট মাত্র আরও বেড়ে গেছে।
এই অবস্থায় রবিবার ভোর থেকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে ।
ঈদুলফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপে সকালে এই দুই মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজট দেখা গেছে। এর মধ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেশি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, গত এক সপ্তাহ ধরে যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ঈদ যাত্রা সহনীয় পর্যায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, ঈদের জন্য বেশ কয়েকটি পোশাক কারখানা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ায় রবিবার সড়কে চাপ বেড়েছে।
ইউএনবি’র বাস্তব অভিজ্ঞতা থেকে জানা গেছে যে দুটি মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
তাছাড়া বাস ও লঞ্চের মতো গণপরিবহন যানবাহনের জায়গা না পাওয়া অনেককে গন্তব্যে পৌঁছানোর জন্য মাইক্রোবাস, সিএনজি অটো-রিকশা এমনকি পিকআপ ভ্যান ভাড়া করতে দেখা গেছে।
—ইউএনবি
আরও পড়ুন
নাজিম এবং আজিজ “রোওয়ান” কার্য্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত।
ইবি’র দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ
কালীগঞ্জে নির্বাচন অফিসে তরুণ ভোটারদের ভিড়