অনলাইন ডেস্ক :
বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। তার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। আমিরকে ঘিরেই সিনেমার গল্প। তাই এর জন্য ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা। ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় আমিরের নায়িকা কারিনা কাপুর। তিনি পেয়েছেন ৮ কোটি রুপি। এছাড়াও এতে দেখা যাবে মোনা সিং, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনিকে। সিনেমটিতে অভিনয়ের জন্য ৬ কোটি রুপি নিয়েছেন নাগা। অন্যদিকে, মোনা সিংয়ের পারিশ্রমিক ২ কোটি রুপি। টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে ভায়াকম। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাখ্যাত আদভাইত চন্দন।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!