January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 2nd, 2022, 7:28 pm

মুক্তি পাচ্ছে সায়েরা রেজার সাঁইজি মিক্স

অনলাইন ডেস্ক :

লালনের ১০ গান নিয়ে ফোক গানের জনপ্রিয় শিল্পী সায়েরা রেজার সাঁইজি মিক্স মুক্তি পাচ্ছে এবার ঈদে। হালে বিভিন্ন ধরনের ম্যাশাপের বেশ কদর বেড়েছে। সাঁইজি মিক্সও মূলত ম্যাশাপ ঢঙেই সাজানো হয়েছে। সায়েরা রেজা বললেন, লালন গান নিয়ে ম্যাশাপ এই প্রথম। এটা শ্রোতামহলে অন্যরকম এক দ্যোতনা তৈরি করবে বলে আমার বিশ্বাস। অপু মাহফুজের সার্বিক পরিকল্পনায় ও তৌফিকুল ইসলাম শাওনের মিউজিকে করা এ গানটির অডিও-ভিজুয়াল শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেল সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ-এ অবমুক্ত হবে এই চাঁদরাতে। গানটি রেকর্ড করা হয়েছে ঐক্য ভিজ্যুয়াল অ্যান্ড রেকর্ডস স্টুডিওতে এবং এর নান্দনিক ভিডিওটি তৈরি হয়েছে প্রটিউনের ব্যবস্থাপনায়। ছায়াছবি, নাটক ও সলো মিলিয়ে সায়েরা রেজার বেশ কিছু গান মুক্তির অপেক্ষায় রয়েছে।