January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 2nd, 2022, 7:33 pm

পার্থ বড়ুয়ার প্রথম প্লেব্যাকে বাপ্পা ও পান্থ কানাই

অনলাইন ডেস্ক :

সংগীতের প্রায় প্রতিটি শাখায় নিজের জাত চিনিয়েছেন সোলস তারকা পার্থ বড়ুয়া। ব্যান্ডের বাইরে নতুন ও পুরনো গান নিয়ে কাজ করে চলেছেন নিরলস। প্রতিটি ক্ষেত্রেই মিলেছে সফলতা। যদিও আক্ষেপ হয়ে ছিলো প্লেব্যাক। প্রায় চার দশকের সংগীত ক্যারিয়ারে পার্থ বড়ুয়ার অপূর্ণতা ছিলো এটুকুই। এবার সেটিও পূর্ণতা পেলো। প্রথমবার সিনেমার জন্য গাইলেন এই গুণী সংগীতশিল্পী। ‘অপারেশন সুন্দরবন’ ছবির জন্য গাওয়া এই গানটির নাম ‘রক্তের শেষ বিন্দু বাজি’। শাহান কবন্ধের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে বলে জানান নির্মাতা দীপংকর দীপন। জানান, এই গানটিতে পার্থ বড়ুয়া ছাড়াও সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও পান্থ কানাই। চার দশকের সংগীত ক্যারিয়ারে তিনজনের এটাই প্রথম কোনও গান। জানান, বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদার বলেন, ‘পার্থদা প্রথমবার কোনও সিনেমার জন্য গাইলেন। সেই সাথে আমাদের তিনজনের প্রথম কোলাবরেশন এটা। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, আমি সম্মানিত বোধ করছি। এই কাজটা আমার কাছে বিশেষ কিছু হয়ে থাকবে। ধন্যবাদ দিতে চাই ছবির পরিচালক দীপন দাকে। তার আগ্রহ ও গানের প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।’ নির্মাতা দীপংকর দীপন জানান, রক ঘরানার এই গানটি ‘অপারেশন সুন্দরবন’ ছবির অ্যাকশন দৃশ্যগুলোর জন্য তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘গানটি আমার খুব পছন্দ হয়েছে। আমি ছবিতে যে পাওয়ার-এর চিত্রায়ন করার চেষ্টা করেছি, এই গানে তার প্রতিফলন আছে। পার্থ দা, বাপ্পা দা আর পান্থ দা- তিনজনেরই ভক্ত আমি। তাদেরকে একই গানে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।’ জানা গেছে ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে কোরবানির ঈদে। র‌্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি প্রযোজিত বড় বাজেটের এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, তাসকীন রহমান, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। সুন্দরবনে চিত্রায়িত এই সিনেমাটি জলদস্যুমুক্ত করতে র‌্যাবের অভিযান স্মরণে নির্মিত।