অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৫৫ লাখ ছাড়াল।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৫৫ লাখ ৯০ হাজার ৩৭১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৪৪ হাজার ৮৩২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৬ লাখ ২০ হাজার ৩৮৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৬ হাজার ৭০২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৮৮ হাজার ১১৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ৯২০ জনে।
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক
ড. ইউনূসকে ৫ বছর প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে
ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে