অনলাইন ডেস্ক :
মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল দক্ষিণ ভারতের সিনেমা কেজিএফ২। এটিকে ঘিরে সমর্থকদের আগ্রহও ছিল তুঙ্গে। মুক্তির পর থেকে সেই আগ্রহ যেন আরও বেড়েছে। একের পর এক ব্যবসায়িক সাফল্যের রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি। এতদিন হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সর্বাধিক ব্যবসাসফল সিনেমা ছিল বাহুবলী টু ও দাঙ্গাল। এর মধ্যে প্রভাব অভিনীত তেলেগু সিনেমা বাহুবলী টু এর আয় ৫১০.৯৯ কোটি ভারতীয় রুপি। দ্বিতীয় স্থানে থাকা আমির খান অভিনীত দাঙ্গাল এর আয় ৩৮৭.৩৮ কোটি রুপি। এবার দাঙ্গালকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো কেজিএফ২। দক্ষিণ ভারতের কন্নর ইন্ডাষ্টির এই সিনেমাটি মুক্তির তিন সপ্তাহ হয়েছে। এখন পর্যন্ত কেবল হিন্দি ভাষায় এটির আয় ৩৯১.৬৫ কোটি রুপি। আর সর্বশেষ বুধবার এটি আয় করেছে ৮.৭৫ কোটি রুপি। অর্থাৎ এখনো দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে যশ অভিনীত সিনেমাটি। এভাবে চলতে থাকলে বাহুবলী টু এর রেকর্ডও ভেঙে ফেলতে পারে! যাইহোক, বিশ্বব্যাপী এখন পর্যন্ত সর্বাধিক ব্যবসা করা ভারতীয় সিনেমা দাঙ্গাল। এটির আয় ২০২৪ কোটি রুটি। দ্বিতীয় স্থানে থাকা বাহুবলী টু এর আয় ১৮১০ কোটি রুপি। তৃতীয় স্থানে রয়েছে আরআরআর। জুনিয়র এনটিআর ও রামচরণ অভিনীত দক্ষিণী সিনেমাটির আয় ১১২৩ কোটি রুপি। এর পরই চতুর্থ স্থানে কেজিএফ২। এখন পর্যন্ত এটির আয় ১১০৮ কোটি রুপি। সূত্র বলিউডমুভিরিভিউজ ডটকম।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!