January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 5th, 2022, 7:27 pm

রামচরণের প্রেম ও বিয়ে?

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার চিরঞ্জীবীর ছেলে রামচরণ। তিনি নিজেও তারকা অভিনেতা। পেশাগত জীবন নিয়ে অনেক কথা বললেও ব্যক্তিগত বিষয়ে খুব একটা কথা বলেন না তিনি। রামচরণের স্ত্রী উপাসনা কামিনেনি। তিনি উদ্যোক্তা। ‘ট্রিপল আর’ অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পরবর্তী সময়ে সাত পাকে বাঁধাও পড়েছেন। চলুন জেনে নিই এই জুটির প্রেম ও বিয়ের গল্প। কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রামচরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন আলোচিত। অম্ল-মধুর সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতেন। এরপর একসময় রামচরণ দেশের বাইরে যান। তখন পরস্পরের সঙ্গ মিস করতেন তারা। সবাই ধরেই নিয়েছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দু’জন। কিন্তু তখনও পরস্পরকে বন্ধুই ভাবতেন তারা। রামচরণের ‘মাগাধীরা’ সিনেমাটি মুক্তির পরই মূলত উপাসনার সঙ্গে এই অভিনেতার প্রেমের সম্পর্ক শুরু হয়। দু’জনের পরিবারের মধ্যে বেশ মধুর সম্পর্ক ছিল, এজন্য বিয়ে নিয়েও কোনো ঝামেলা হয়নি। ২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। তাদের বাগদান নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা ছিল। তাকে নিয়ে মিডিয়ার মাতামাতিতে বেশ বিব্রত ছিলেন উপাসনা। তবে সবকিছু বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন রামচরণ। ২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পরদিন আরো একটি আয়োজন করেন রামচরণ। এতে হাজির ছিলেন এই অভিনেতার ভক্তরা। অপর এক অনুষ্ঠানে ইন্ডাস্ট্রির সহকর্মীরা হাজির হয়েছিলেন। এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, রিতেশ দেশমুখের মতো বলিউড তারকারাও ছিলেন সেই অনুষ্ঠানে।