অনলাইন ডেস্ক :
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা কেয়া। দীর্ঘদিন ধরেই তিনি দর্শক মাতিয়ে যাচ্ছেন চলচ্চিত্রে। তার বেশ কিছু সিনেমাও রয়েছে সুপারহিট। আগের মতো করে এখন আর নিয়মিত নন। তবে ভালো গল্প ও ছবি পেলে তিনি কাজ করেন। তেমনই একটি সিনেমা ‘কথা দিলাম’। ছবিটিতে কেয়া অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেতা জামশেদ শামীমের জুটি হয়েছে। এ জুটির প্রথম গান মুক্তি পেয়েছে। ‘মনের দামে মন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা। তিন মিনিট ৩৩ সেকেন্ডের এই গানের ভিডিওতে দেখা গেছে, বিরহ কান্না-তে গানের তালে তালে হাঠছেন নায়িকা কেয়া। আর এই গানের ব্যাকগ্রাউন্ডে বৃষ্টিতে ভিজা অবস্থায় দেখা গেছে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী কেয়ার সঙ্গে অভিনেতা জামশেদের রসায়ন। গানের কথা জসিম উদ্দিন আকাশ। গানটি সুর করেছেন এস কে শানু। জসিম উদ্দিন আকাশের প্রযোজনা ও কাহিনীতে ‘কথা দিলাম’ ছবিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা,আন্জুমান শিরীন, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, এস রাহুল, তাহমিনা মনা প্রমুখ ছবিতে ৫টি গান ব্যবহার করা হয়েছে। সালমা ছাড়াও অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টটুল, আকাশ সেন, এস কে শানু ও হৈমন্তী করসিত দাস। গানগুলো কোরিওগ্রাফি করেছেন রোহান অ্যান্ড বেলাল। সংগীত পরিচালক ছিলেন পরাগ বিশ্বাস, এস আই টুটুল, আকাশ মাহামুদসহ আরও অনেকেই। এর মধ্যেই ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে ঢাকার আশেপাশের বিভিন্ন রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ছবিটির শুটিং। ছবিটি এই বছরে মুক্তির কথা রয়েছে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!