অনলাইন ডেস্ক :
গুরুতর রক্ত জমাট বাঁধার সম্ভাব্য ঝুঁকির কারণে বৃহস্পতিবার মার্কিন নিয়ন্ত্রকরা কঠোরভাবে জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন গ্রহণ সীমিত করেছেন।
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলেছে (এফডিএ) ভ্যাকসিনটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেয়া উচিত যারা অন্য ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন না বা বিশেষভাবে যাদের জনসন ভ্যাকসিনের জন্য অনুরোধ করা হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ কয়েক মাস ধরে সুপারিশ করেছে যে আমেরিকানদের যেনো জনসন ভ্যাকসিনের পরিবর্তে মর্ডানা বা ফাই্জার দেয়া হয়।
এফডিএ-এর ভ্যাকসিন প্রধান ড. পিটার মার্কস বলেছেন রক্ত জমাট বাঁধার ঝুঁকির তথ্য বিশ্লেষণ এবং ভ্যাকসিনের কিছু সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মার্কস বলেছেন, ‘করোনার গুরুতর পরিণতি প্রতিরোধে সমানভাবে কার্যকর বলে মনে হয় এমন কোনো বিকল্প থাকলে, আমরা বরং লোকেদের এটি বেছে নিতে বলব। তবে আমরা এটা বলতে সতর্ক হয়েছি যে অন্য ভ্যাকসিনের তুলনায় এটি এখনও একটি ভাল বিকল্প।’
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম
এক মিনিটেই ৫৭ চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস রেকর্ড