রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসে এক নবজাতকের জন্ম হয়েছে। শুক্রবার বেলা পোনে ১২টার দিকে মা পারুল নবজাতক ছেলে সন্তানের জন্ম দেন। মা ও শিশু দুজনই সুস্থ আছেন।
ঢাকা ডিভিশাল কর্মাশিয়াল অফিসার (ডিসিও) শওকত জামিল মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবজাতক সন্তানের মা পারুলের বাড়ি রাজশাহী, তার স্বামী ঢাকায় থাকেন। মা পারুল একাই আসছিলেন, এই সময় তার প্রসব বেদনা উঠলে তিনি রেলওয়ের যাত্রীদের কাছে সহযোগিতা চান এবং তিনি সন্তানের জন্ম দেন।
ডিসিও শওকত জামিল মহসীন জানান, ট্রেনটি ঢাকায় পৌঁছেনোর পর বাবা টিটু ঢাকা রেলওয়ে স্টেশনে মা ও ছেলে সন্তানকে গ্রহণ করেন।
—ইউএনবি
আরও পড়ুন
৪ দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে উর্দুভাষীরা
দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান
সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের অংশীজনের সভা অনুষ্ঠিত