December 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 6th, 2022, 8:38 pm

চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম

রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসে এক নবজাতকের জন্ম হয়েছে। শুক্রবার বেলা পোনে ১২টার দিকে মা পারুল নবজাতক ছেলে সন্তানের জন্ম দেন। মা ও শিশু দুজনই সুস্থ আছেন।

ঢাকা ডিভিশাল কর্মাশিয়াল অফিসার (ডিসিও) শওকত জামিল মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবজাতক সন্তানের মা পারুলের বাড়ি রাজশাহী, তার স্বামী ঢাকায় থাকেন। মা পারুল একাই আসছিলেন, এই সময় তার প্রসব বেদনা উঠলে তিনি রেলওয়ের যাত্রীদের কাছে সহযোগিতা চান এবং তিনি সন্তানের জন্ম দেন।

ডিসিও শওকত জামিল মহসীন জানান, ট্রেনটি ঢাকায় পৌঁছেনোর পর বাবা টিটু ঢাকা রেলওয়ে স্টেশনে মা ও ছেলে সন্তানকে গ্রহণ করেন।

—ইউএনবি