ফিলিপাইনের মেট্রো ম্যানিলার পাসায় শহরে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৬৩) বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ফিলিপিন্স করপোরেশনের সভাপতি। তিনি ২৬ বছর আগে ব্যবসার উদ্দেশে বাংলাদেশ থেকে ফিলিপাইনে পাড়ি জমান। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার কাইচাল গ্রামে।
নিহতের ভাই আবুল হোসেন ইউএনবিকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তার ভাই আনোয়ার হোসেনের লাশ দেশে আনার চেষ্টা চলছে।
এছাড়া এ ঘটনায় ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাসের কাছে সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার।
—ইউএনবি
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০