January 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 6th, 2022, 8:41 pm

ফুলপুরে বাস- প্রাইভেটকার সংঘর্ষে আহত ২০

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চারটি বাস ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার ইমাদপুরে এ দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বেলা ১১টার দিকে উপজেলার ইমাদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা বাস ও বিপরীত দিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পেছনে থাকা আরও দুটি বাস এবং একটি প্রাইভেটকার দুর্ঘটনাকবলিত বাসটিকে ধাক্কা দেয়। এসময় কমপক্ষে ২০ জন আহত আহত হয়।

তিনি বলেন, আহতদের মধ্যে ১০ জনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

দুর্ঘটনার পর সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওসি জানিয়েছেন।

—-ইউএনবি