January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 6th, 2022, 8:55 pm

বাউফল আ.লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি

পটুয়াখালীর বাউফল উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষ দলটির কার্যালয়ে শুক্রবার একই সময়ে সংবাদ সম্মেলন ডাকায় ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের নির্দেশ অনুসারে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। ১৪৪ ধারা অনুযায়ী চার বা ততোধিক লোকের জমায়েত নিষিদ্ধ।
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার এবং দলে তার প্রতিদ্বন্দ্বী পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ এ সংবাদ সম্মেলনের ডাক দেন।
আওয়ামী লীগের এই দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে এ উপজেলায় একাধিক সহিংসতার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলটির কার্যালয় জনতা ভবনসহ উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে দলীয় সূত্র ইউএনবিকে জানিয়েছে, ১৪৪ ধারা জারির কারণে আওয়ামী লীগের দুই নেতা ভিন্ন ভিন্ন স্থানে সাংবাদিকদের সঙ্গে দেখা করতে পারেন।

—ইউএনবি