অনলাইন ডেস্ক :
২৬তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট চূড়ায় আরোহণ করেছেন অভিজ্ঞ শেরপা গাইড কামি রিতা।এর মাধ্যমে সবচেয়ে বেশিবার এভারেস্ট চূড়ায় আরোহণে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন এই নেপালি শেরপা।
রবিবার অভিযাত্রী দলটির সংগঠকেরা এ তথ্য জানিয়েছে।
পর্বতারোহীদের একটি দলকে নেতৃত্ব দিতে কামি রিতা শনিবার সন্ধ্যায় আট হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) চূড়ায় পৌঁছেছেন। তিনি রুট বরাবর দড়ি স্থির করেছেন, যাতে অন্যান্য পর্বতারোহী ও গাইড এই মাসের শেষের দিকে পাহাড়ের চূড়ায় যেতে পারে।
কাঠমান্ডুভিত্তিক সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা বলেন, রিতা এবং অন্য ১০ শেরপা গাইড কোনো সমস্যা ছাড়াই চূড়ায় পৌঁছেছেন এবং নিরাপদে শিবিরে ফিরে এসেছেন।
৫২ বছর বয়সী রিতা ১৯৯৪ সালে প্রথম এভারেস্টে চড়েছিলেন এবং তারপর থেকে তিনি প্রায় প্রতি বছরইপর্বত আরোহণ করে যাচ্ছেন।
তার বাবাও একজন শেরপা গাইড ছিলেন। এভারেস্টে ছাড়াও তিনি বিশ্বের আরও কয়েকটি সর্বোচ্চ শৃঙ্গ যেমন কে-২,চো-ওয়ু, মানাসলু ও লোটসেও আরোহণ করেছেন।
উল্লেখ্য, মে মাস এভারেস্টে ওঠার জন্য সেরা সময়, কেননা এসময় এখানকার আবহাওয়া সবচেয়ে ভালো থাকে।
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের