ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরে মে মাসের মাঝামাঝি থেকে ওপেন মার্কেট সেলে (ওএমএস) ভোজ্যতেলসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেছেন, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় মন্ত্রণালয় ভোজ্যতেলসহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম পুনর্নির্ধারণের জন্য কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নির্ধারণের পর ওএমএসের জন্য ৪০০ ট্রাক নিয়োজিত করবে টিসিবি।
এই কর্মকর্তা বলেন, রমজান মাসে টিসিবি প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায় বিক্রি করেছে। কিন্তু সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম স্থানীয় ও বিশ্ব উভয় বাজারেই বৃদ্ধি পেয়েছে। তাই টিসিবির ভোজ্যতেল ও অন্যান্য পণ্যের দাম পুনর্নির্ধারণ করা প্রয়োজন।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকশি ইউএনবিকে রবিবার জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সোমবার তার সচিবালয়ের কার্যালয়ে ভোজ্যতেল সরবরাহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে ব্রিফ করবেন।
এছাড়া বাজারে ভোজ্যতেলের দাম ও সরবরাহের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী, ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন টিপু মুনশি।
—ইউএনবি
আরও পড়ুন
এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন
মহীয়সী মাজেদা বেগমের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
হত্যাচেষ্টা মামলায় পলক ৪ দিনের রিমান্ডে