অনলাইন ডেস্ক :
সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল এখন মালদ্বীপে। দুপুরে রওনা দিয়ে শনিবার রাতে মালেতে পৌঁছেছে মৌ-ঐশিরা। ভ্রমণ ক্লান্তি থাকলেও সেটি ছাপিয়ে রাতেই এক ঘণ্টার মতো অনুশীলন করেছে লাল-সবুজ দল। যেহেতু বেশি সময় পাওয়া যাবে না। সেজন্য মালের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে লাল-সবুজদের এত নিবেদন। দলটির কোচ মোহাম্মদ আলী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে খেলোয়াড়রা রাতেই অনুশীলনে করেছে। এটা ভালো দিক। মূলত এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। আশা করছি, খেলোয়াড়রা ভালো ফল করতে পারবে।’ আজ সোমবার থেকে টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। চলবে ১১ মে পর্যন্ত। দলটির অন্যতম খেলোয়াড় ঐশি রহমানের প্রত্যাশা স্বর্ণ, ‘ঢাকায় আমাদের অনেক দিনের অনুশীলন হয়েছে, প্রায় দেড় বছরের মতো। এখানে ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ গোল্ডের জন্য লড়াই করবো। আগের চেয়ে বেশি পদক জেতার চেষ্টা থাকবে।’ হাতে একদিন সময় থাকায় রোববারও অনুশীলন করবে বাংলাদেশ।
আরও পড়ুন
জয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
রংপুর স্টেডিয়ামের নতুন নাম ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা