অনলাইন ডেস্ক :
ঠাসা সূচিতে ক্রিকেটারদের মতো কোচিং স্টাফের সদস্যরাও হয়ে উঠতে পারেন ক্লান্ত। এই ভাবনায় কোচিং বিভাগের সদস্য বাড়িয়েছে নিউ জিল্যান্ড। একেক সিরিজে দায়িত্বভার থাকবে একেকজনের কাঁধে। এই পরিকল্পনায় লুক রাইটকে কোচিং স্টাফে যোগ করেছে নিউ জিল্যান্ড। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে আসছে সীমিত ওভারের সিরিজে দলটির সঙ্গে থাকবেন ইংল্যান্ডের হয়ে ৫০ ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান ডিওন ইব্রাহিমকেও যোগ করা হয়েছে কোচিং স্টাফে। নিউ জিল্যান্ডের প্রাদেশিক প্রতিযোগিতায় ওটাগোর প্রধান কোচের দায়িত্বে আছেন তিনি। আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া ইংলিশদের বিপক্ষে তিন টেস্টের সিরিজে থাকবেন ২৯ টেস্ট খেলা এই ক্রিকেটার। বোলিং কোচ শেন জার্গেনসেন ও ব্যাটিং কোচ লুক রনকির সঙ্গে রাখা হয়েছে সাবেক দুই কিউই ক্রিকেটার ডিন ব্রাউনলি ও গ্রায়েম অলড্রিজকে। আয়ারল্যান্ড সফরে থাকবেন না নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। ওই সিরিজে দায়িত্ব পালন করবেন জার্গেনসেন। স্টেড ফিরবেন পরের সিরিজেই, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তাকে পাবে দল। এই সময় বিশ্রাম দেওয়া হবে জার্গেনসেন ও রনকিকে। তাদের দুই জনের জায়গায় স্টেডের সহকারী হিসেবে থাকবেন ব্রাউনলি ও অলড্রিজ।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল