জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় এসএসসি ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে গঠিত “দি হেল্পডেস্ক” থেকে পিতৃহারা ভূমিহীন তরুণ দিনমজুর তৌফিক মিয়ার(২৩) ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। মঙ্গলবার (১০ মে) বিকালে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে তৌফিকের হাতে সহায়তা হিসেবে নগদ ২১ হাজার ৫ শত টাকা তুলে দেওয়া হয়। নগদ অর্থ সহায়তা প্রদানের সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, দি হেল্পডেস্ক এর সভাপতি আব্দুল মোত্তালিব মিঠু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি নুর আমিন রাজু, কামরুজ্জামান কমেট, সাহেদুজ্জামান সবুজ, সদস্য রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গঙ্গাচড়া থানাপাড়া গ্রামের মৃত মমিনুর রহমানের পুত্র তৌফিক দীর্ঘদিন থেকে হার্টে ছিদ্র জনিত রোগে ভুগছে। তার চিকিৎসার জন্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু পরিবারের মা ও ছোট বোনের ভরণপোষণে একমাত্র উপার্জনকারী দিনমজুর তৌফিকের পক্ষে এত টাকার খরচ বহন করা সম্ভব নয়।
গঙ্গাচড়ায় “দি হেল্পডেস্ক” থেকে চিকিৎসায় সহায়তার জন্য দিনমজুর তৌফিককে নগদ অর্থ প্রদান

আরও পড়ুন
ইবি’র দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ
কালীগঞ্জে নির্বাচন অফিসে তরুণ ভোটারদের ভিড়
কমলগঞ্জে পৌর বণিক সমিতির নির্বাচনের দাবিতে মানববন্ধন