January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 11th, 2022, 1:35 pm

শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে রাজাপাকসে সরকার।

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যাদের জনগণ বা সরকারি সম্পত্তি ধ্বংস করতে করতে দেখা যাবে তাদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়া হয়েছে।

একদিন আগে রক্তক্ষয়ী সংঘর্ষে আটজন নিহত হওয়ার পর এ নির্দেশ আসে।

শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সরকার সমর্থকদের হামলার পরই এই সহিংস সংঘর্ষ শুরু হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কমল গুনারত্নে বলেছেন, সহিংসতায় ক্ষমতাসীন দলের একজন এমপি, দুই পুলিশসহ আটজন নিহত এবং ২১৯ জন আহত হয়েছেন। ১০৪টি ভবন এবং ৬০টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

৩৬ ঘণ্টার দেশব্যাপী কারফিউ উপেক্ষা করে কয়েকশ বিক্ষোভকারী মঙ্গলবার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। কিছু লোক সরকার সমর্থকদের বাড়িতেও হামলা করে। তবে সোমবারের তুলনায় মঙ্গলবারে সহিংসতা কম হয়েছে।

শ্রীলঙ্কায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বেশ কিছুদিন ধরে রাজাপাকসে সরকারবিরোধী বিক্ষোভে চলছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ববিৃতি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় তিনবাহিনীকে সরকারি বা ব্যক্তিদের সম্পত্তি ধ্বংস বা ক্ষতি করার সাথে জড়িত ব্যক্তিদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে।

গুনারত্নে এক বিবৃতিতে বলেছেন, ‘জরুরি অবস্থা এবং কারফিউ বলবৎ আছে কিন্তু আমরা দেখছি কিছু যুবক বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা, হত্যা এবং লুট করছে।’