দেশে ও উত্তর আমেরিকার শতাধিক মাল্টিপ্লেক্সে ২০ মে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত তারকাবহুল সিনেমা ‘পাপ পুণ্য’। ইতোমধ্যে সিনেমার প্রমো টিজার ও দুটি গান প্রকাশ হয়েছে। আর ট্রেলার দেখা যাবে শিগগিরই।
‘পাপ পুণ্য’ সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, প্রমুখ।
সম্প্রতি প্রকাশ হয়েছে ‘পাপ পুণ্য’র শুটিংয়ের বিভিন্ন চমকপ্রদ ঘটনার ভিডিও। শুটিংয়ের পেছনের দৃশ্য নিয়ে প্রায় ২৫ মিনিটের একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করেছে ইমপ্রেস টেলিফিল্ম। শুটিংকালীন সময়ে আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, চুমকি, সিয়াম ও নবাগতা সুমিসহ ছবির অন্যান্য কলাকুশলীদের মজার অভিজ্ঞতার কথা বলা এবং সেই দৃশ্যপট দেখানোও হয়েছে এই ভিডিওতে।
মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর ‘পাপ পূণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ সিনেমা। জনপ্রিয় এই পরিচালক জানান, ঢালিউড ইন্ডাস্ট্রির চলমান সময়ে‘পাপ পুণ্য’র মতো সিনেমা আরও প্রয়োজন।
—ইউএনবি
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব