বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি বৃহস্পতিবার সকালে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের অন্ধ্র উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগেরে অবস্থানরত অশনি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি সকাল ৬টার দিকে অন্ধ্র প্রদেশের উপকূল ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন বলা হয়েছে, এটি ধীরে ধীরে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বিকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
পল্লী বিদ্যুতে ‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা
বেনাপোলে কাঁচামরিচের ট্রাকে পিস্তল-৯৩ রাউন্ড গুলি, দুই ভারতীয় গ্রেপ্তার
ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল