January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 12th, 2022, 7:37 pm

মহেশ বাবুর মোট সম্পত্তির পরিমাণ কত?

অনলাইন ডেস্ক :

গণমাধ্যম আর অন্তর্জালে এ মুহূর্তে আলোচনায় তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু। বৃহস্পতিবার (১২ মে) মুক্তি পেয়েছে তাঁর সিনেমা ‘সরকারু ভারি পাটা’। সিনেমা মুক্তির চেয়ে এ তারকা আলোচনায় বলিউড নিয়ে মন্তব্য করে। নেটিজনদের একাংশের মতে, ভারতীয় সিনেমার সবচেয়ে বড় বাজার বলিউড নিয়ে একপ্রকার ‘তাচ্ছিল্য’ প্রকাশ করেছেন এ তারকা। মহেশ বাবুর সেই মন্তব্য, ‘আমি হিন্দি সিনেমার জন্য অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি মনে করি নাÑতাদের আমাকে নেওয়ার সামর্থ্য আছে। আমি এমন একটি ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার সময় নষ্ট করতে চাই না, যারা আমাকে বহনে অক্ষম।’ এরপর থেকে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোতে চর্চা হচ্ছে মহেশ বাবুর সম্পত্তি আর আয় নিয়ে। এই যেমন ইন্ডিয়া টুডে এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাপ্রতি ৩৫-৫০ কোটি রুপি পারিশ্রমিক নেন মহেশ। গণমাধ্যমটি এক বাণিজ্যিক বিশ্লেষকের বরাতে এ দাবি করলেও জানিয়েছে, এ সংখ্যা কেবলই অনুমান। আর, নিউজ ১৮, এনডিটিভি, ইন্ডিয়া টিভিসহ অন্য গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলছেÑবর্তমানে মহেশ বাবু সিনেমাপ্রতি ৮০ কোটি রুপি পারিশ্রমিক হাঁকাচ্ছেন। দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জিকিউ ইন্ডিয়াকে উদ্ধৃত করে দাবি করেছে, মহেশ বাবুর মোট সম্পত্তির পরিমাণ ২৪৪ কোটি রুপি। আজ মুক্তি পাওয়া মহেশ বাবুর ‘সরকারু ভারি পাটা’ সিনেমার নায়িকা কীর্তি সুরেশ। পরশুরাম পরিচালিত এ তেলেগু সিনেমা প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকার্স, জিএমবি এন্টারটেইনমেন্ট ও ১৪ রিলস প্লাস। মুক্তির পরই সিনেমাটি অন্তর্জালে সিনেমাটি প্রশংসা পাচ্ছে; বক্স অফিসে দারুণ সাড়া পাবে বলে আশা করছেন চরিত্র বিশ্লেষকেরা।