অনলাইন ডেস্ক :
বসুন্ধরা কিংসের জার্সিতে রাজশাহীতে প্রথম ম্যাচ খেলতে নেমেই করেছিলেন জোড়া গোল। দুই ম্যাচ বাদে আবারও সেই রাজশাহীতে জোড়া গোল করলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। তার জোড়া গোলে ভর করে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান মজবুত করল বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ পুলিশ এফসি। এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচের আগে এটাই ছিল কিংসের শেষ লিগ ম্যাচ। এই জয়ে আত্মবিশ্বাস নিয়ে এএফসি কাপ খেলতে যাবে বসুন্ধরা কিংস। যদিও এ ম্যাচে বিশ্রামে ছিলেন ডিফেন্ডার তারিক কাজী। এ ছাড়া স্কোয়াডে ছিলেন না মধ্যবর্তী দলবদলে যোগ দেওয়া গাম্বিয়ান নুহা মারং। শুরুর দশ মিনিটে তেমন গোলের সুযোগ তৈরি করতে না পারলেও এগারো মিনিটে রবিনহো-মিগেল রসায়নে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। সুমনের থেকে পাওয়া বল রবসন রবিনহো পুলিশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের সামনে থেকে ঠেলে দেন বক্সের ভেতরে, সেখানে স্লাইডে বলে পা লাগিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। ২৯ মিনিটে সোহেল রানার প্রচেষ্টা আটকে দেন পুলিশ গোলরক্ষক আরিফুল। রবিনহোর থ্রু পাস ধরে বক্সে ঢুকে শট নিয়েছিলেন সোহেল, কিন্তু এগিয়ে এসে ঠেকিয়ে দেন গোলকিপার। তবে পরের মিনিটেই ব্যবধান বাড়ায় কিংস। আবারও রবিনহো-মিগেল রসায়ন। টাচলাইনের ওপর থেকে রবিনহোর কাটব্যাক বক্সের কোনাকুনি থেকে নিচু শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন মিগেল। কিংসের জার্সিতে এটি তার পঞ্চম গোল। দ্বিতীয়ার্ধে আক্রমণ ভাগের দুই খেলোয়াড় সুমন রেজা ও মতিন মিয়াকে তুলে এলিটা কিংসলে, ইব্রাহিমকে নামান অস্কার ব্রুজোন। মাঝমাঠেও আসে পরিবর্তন, মাশুক মিয়া জনির পরিবর্তে আতিকুর রহমান ফাহাদকে খেলানো হয়। তবুও ব্যবধান বাড়ানোর তেমন সুযোগ তৈরি করতে পারেনি বসুন্ধরা কিংস। উল্টো ৮২ মিনিটে পেনাল্টি থেকে পুলিশের হয়ে এক গোল শোধ দেন দানিলো অগোস্তো। বক্সের ভেতরে ক্রিস্তিয়ান কুয়াকুকে ফাউল করে বসেন বিশ্বনাথ ঘোষ। পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি রেফারি জি এম চৌধুরী নয়ন। বাকি কয়েক মিনিট নিজেদের রক্ষণ সামলে দারুণ জয় নিয়ে ফেরে বসুন্ধরা কিংস।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত