অনলাইন ডেস্ক :
গোটা বিশ্বে করোনার প্রভাব শুরু হওয়ার পর মিউটেশনের মাধ্যমে এর রূপ পরিবর্তন হচ্ছে। আলফা, বেটা, গামা, ডেল্টা ভ্যারিয়েন্ট সারা বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে। এবার এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ল্যাম্বডা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে প্রথম এ ভাইরাসের দেখা মিলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, ভাইরাসের নতুন এ ধরণটি এত দ্রুত বদল হচ্ছে যে, তা উদ্বেগ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ভাইরাসটির নতুন ধরণ ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত ভারত এবং বাংলাদেশে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩০টি দেশে ল্যাম্বডা ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে যুক্তরাজ্যে ৬ জন ল্যাম্বডা ভ্যারিয়েন্ট করোনা রোগীর খোঁজ পাওয়া গেছে। চিলিতে গত দুই মাসে আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে নতুন এ ভ্যারিয়েন্টের উপসর্গের লক্ষণ দেখা গেছে। এছাড়া আর্জেন্টিনা, ইকুয়েড এবং দক্ষিণ আমেরিকায় এ ভ্যারিয়েন্টের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে।
আরও পড়ুন
সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের
জান্নাতে বাবা-মায়ের সাথে সন্তানরা যেভাবে মিলিত হবে
কিশমিশ-মনাক্কায় যত উপকার