সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি বৃহস্পতিবার দুপুর ২.০০ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বেইলি রোডস্থ সরকারি বাসভবনে ফিরেছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ০৭ মে (শনিবার) রাতে অসুস্থতা অনুভব করায় মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। ০৮ মে বিকাল ৩টা ৩০ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হয়। সেখানে মন্ত্রী চিকিৎসাধীন ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
হাসিনা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব
যুক্তরাজ্যের বিমানবন্দরে মা খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান
খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের