January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 13th, 2022, 8:23 pm

খেলতে চাইলে সাকিবকে না করার সুযোগ নেই: পাপন

অনলাইন ডেস্ক :

টেস্ট সিরিজ আসা মানেই যেন সাকিব আল হাসানকে নিয়ে নতুন নতুন নাটকের জন্ম হওয়া। শুক্রবার (১৩ মে) সাকিবের করোনামুক্ত হওয়ার খবর এসেছে। এতে আগামীকাল রোববার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সদ্য কোভিড থেকে সেরে ওঠা সাকিব পুরোপুরি ফিট কিনা- সেটা নিয়ে নিশ্চিত নন কোচ রাসেল ডমিঙ্গো। তিনি আনফিট সাকিবকে একাদশে নিতে নারাজ। অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রায় একই কথা বললেও জানিয়ে রেখেছেন যে, সাকিব খেলতে চাইলে তাকে না করার সুযোগ নেই। সাকিবের ব্যাপারে শুক্রবার (১৩ মে) সাংবাদিকদের বিসিবি সভাপতি পাপন বলেন, ‘শুক্রবার (১৩ মে) রাতেই আমাকে সাকিব জানিয়েছিল, ও নেগেটিভ। সে অ্যান্টিজেন টেস্ট করেছে। সেখানে নেগেটিভ আসে। পরে পিসিআর টেস্ট করে। সেখানেও নেগেটিভ আসে তার। তবু আমাদের প্রটোকল অনুযায়ী, শুক্রবার (১৩ মে) তাকে করোনা পরীক্ষা করিয়েছি আমরা। সেখানেও নেগেটিভ ফলাফল এসেছে। যা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। তবে এখানে বিষয়টা হলো, সে কিন্তু অনুশীলনে নেই, খেলার মধ্যে নেই। ২-৩ দিন আগে আমাকে বলেছিল শারীরিকভাবে ভালোবোধ করছে সে। এটি পুরোটাই যেহেতু স্বাস্থ্য বিষয়ক ইস্যু, তাই এখানে মেডিকেল টিমের যারা আছে, ফিটনেস টিমের যারা আছে, তারা সবাই তাকে পর্যবেক্ষণ করবে। সে শুধু কালকে একদিন অনুশীলনের সুযোগ পাবে। আজকে যদি, এখনও আসতে পারতো, তবে অনুশীলন সেশনে যোগ দিতে পারতো। ‘দলের সাথে যুক্ত হলেই, সাকিব খেলবে কি-না, সেটি নির্ভর করছে তার ফিটনেসের উপর। পাপন বলেন, ‘হয়তো সাকিব খেলবে, নাও খেলতে পারে। এটা এখন বলাটা মুশকিল। সবকিছুই ওর ওপর নির্ভর করছে, ওর ফিজিক্যাল ফিটনেসের বিষয় আছে। এখানে আবেগ দিয়ে ভাবার সুযোগ নেই। কারণ কোভিড থেকে সুস্থ হয়েই মাঠে নেমে পড়া সহজ নয়। তবে সাকিব যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। তাকে তো না করার কোন সুযোগ নেই। সাকিবের ইচ্ছার উপরই নির্ভর করছে। তার ফিটনেস দেখা হবে। অনুশীলনের পর সে যদি মনে করে, সে খেলতে পারবে, আমাদের বলবে ও ট্রেইনার যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয় তাহলে অবশ্যই সে খেলবে। ‘