January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 15th, 2022, 8:42 pm

পাবনায় ভাবিকে উত্যক্তের প্রতিবাদের জেরে দেবরকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ভাবিকে উত্যক্তের প্রতিবাদ করার জের ধরে শিপন হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রবিবার (১৫ মে) ভোর রাতের দিকে আমিনপুর থানা এলাকার ঘোপসিলেন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিপন হোসেন ঘোপসিলেন্দা গ্রামের মৃত আজিজ খাঁর ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, প্রায় দেড় বছর আগে ভাবিকে আসামিদের করা উত্যক্তের প্রতিবাদ করেছিলেন শিপন হোসেন। এই সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। সেই শত্রুতার জেরেই আসামিরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের খুবই দ্রুতই গ্রেফতার করা হবে বলেও জানান ওসি রওশন আলী।