January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 15th, 2022, 8:44 pm

শেরপুরের ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ২৪বোতল মদসহ ফয়েজ মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। রবিবার (১৫ মে) বিকাল ৩ ঘটিকার সময় নলকুড়া ইউনিয়নের উত্তর ডেফলাই গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ফয়েজ মন্ডল ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত মহর আলীর ছেলে।

ঝিনাইগাতী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও এসআই ফেরদৌস আলম সঙ্গীয় পুলিশ নিয়ে উত্তর ডেফলাই মোড় থেকে ফয়েজকে ২৪ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ফয়েজের বিরুদ্ধে অত্র থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ফয়েজের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং রবিবার (১৫ মে) গ্রেফতাকৃতকে আদালতে পাঠানো হয়েছে।