January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 16th, 2022, 7:42 pm

শুটিংয়ে আহত তানজিন তিশা

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় সাভারের বিরুলিয়ার একটি রিসোর্টে মোবাইল ফোনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন। জানা গেছে, হাতে বেশ চোট পেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আপাতত নিজ বাসায় বিশ্রামে আছেন। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সহশিল্পী ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি ইনফিনিক্স মোবাইল ফোনের শুভেচ্ছাদূত অনেকদিন ধরেই। আজ বিকেল থেকে সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্তু সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না।’ বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন বলেও জানান অভিনেত্রী তানজিন তিশা। আগা নাহিয়ান আহমেদের পরিচালনায় একটি মোবাইল কম্পানির বিজ্ঞাপনের শুটিংয়ে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের তানজিন তিশা ও ক্রিকেটার তাসকিন। সেই শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে।