অনলাইন ডেস্ক :
১৫ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই চমক দেখালেন অফ স্পিনার নাঈম হাসান। করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০ ওভার বল করে ১০৫ রানে ৬ উইকেট নিয়েছেন নাঈম। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজকে আউট করে তিনি লঙ্কানদের ইনিংসের ইতি টানেন। ক্যারিয়ার সেরা বোলিং করতে গিয়ে আট ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ বা ততোধিক উইকেট নেন নাঈম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান ম্যাচের প্রথম দিন ১৬ ওভারে ৭১ রানে ২ উইকেট নেন নাঈম। তার শিকার হয়েছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও অধিনায়ক দিমুথ করুণারত্নে। সোমবার (১৬ মে) দ্বিতীয় দিন প্রথম সেশনে দিনেশ চান্ডিমাল ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে নিজের শিকার বানান নাঈম। শ্রীলঙ্কার শেষ ব্যাটার আসিথা ফার্নান্দোকে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট নেন ২২ বছর বয়সী স্পিনার। ২০১৮ সালের নভেম্বরে চট্টগ্রামের এই ভেন্যুতেই অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই তিনি ৫ উইকেট নিয়েছিলেন। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৮২ রানে ৫ উইকেট। এ দিন ৫ উইকেট শিকারের পর শ্রীলঙ্কার ইনিংসের শেষ ব্যাটার হিসেবে ম্যাথুজকে আউট করেন নাঈম। ইনিংসে এটি ছিল নাঈমের ষষ্ঠ উইকেট। এটাই তার ছোট্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। গত বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন নাঈম। ওই টেস্টের দুই ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসসহ আট ম্যাচের ১৩ ইনিংসে নাঈমের শিকার দাঁড়িয়েছে ৩১ উইকেট।
আরও পড়ুন
বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
ইসরায়েলের বোমায় ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু