জেলা প্রতিনিধি, সিলেট:
আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক জরুরি কর্মীসভা সম্পন্ন হয়েছে। রোববার বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় বক্তারা বলেন, শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুল বাসেতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মার্কার প্রার্থী বর্তমান মেয়র মো. আব্দুস শুকুর। তিনি আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, দলের নৌকা প্রতীকের জন্য আমরা ৭জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী দলের জন নিবেদিত হয়ে একইসাথে কাজ করেছি। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি, তারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করবেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রফেসর আব্দুল খালিক, সহ সভাপতি ছালেহ আহমদ বাবুল, সহ সভাপতি আহমদ হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ।
আরও পড়ুন
হাসিনা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব
যুক্তরাজ্যের বিমানবন্দরে মা খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী