খুলনার বটিয়াঘাটা উপজেলায় ১৩ ও ২২ বছর বয়সী দুই খালাতো বোনকে সাত যুবকের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় সোমবার তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ছয় থেকে সাতজনের একদল যুবক উপজেলার ফুলবাড়ী গ্রামে একটি বাড়িতে ঢুকে বড় বোনের দুই বছরের শিশুকে জিম্মি করে ওই দুই বোনকে ধর্ষণ করে। ধর্ষকরা পানি ভর্তি বালতিতে শিশুটিকে ডুবিয়ে নির্যাতন করে।
১৩ বছরের শিশুর মা জানান, তিনি ডুমুরিয়া উপজেলায় তার বোনের বাড়িতে গেলে এই ঘটনা ঘটে। পরে তার মেয়ে ভোরবেলা ফোনে বিষয়টি তাকে জানায়।
দুই বোন ও শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি জানান, ধর্ষকদের মধ্যে নাঈম ও মুজাহিদকে মেয়েরা চিনতে পেরেছে।
এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান পরিদর্শক জাহিদুর।
—ইউএনবি
আরও পড়ুন
এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন
মহীয়সী মাজেদা বেগমের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
হত্যাচেষ্টা মামলায় পলক ৪ দিনের রিমান্ডে