জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা শুমারি/জরিপ কমিটির অবহিতকরণ সভা বুধবার (১৮ মে) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইউএনও এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ‘জনশুমারি আয়োজন সমৃদ্ধি ও উন্নয়ন’ এ প্রতিপাদ্যে আগামী ১৫-২১ জুন জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল,মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। জনশুমারি ও গৃহগণনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার সোহাগ। সভায় ইউপি চেয়ারম্যানবৃন্দ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, ইউপি সচিব, সাংবাদিক অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত