অনলাইন ডেস্ক :
ভারতের বিভিন্ন রাজ্যে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। পুড়ছে নয়াদিল্লিও। এ অবস্থায় নিত্যদিনের পানির জন্য ভরসা মিউনিসিপ্যাল করপোরেশন। সেই পানির জন্য অন্যান্যের সঙ্গে লম্বা লাইনে দাঁড়িয়েছে শিশুরাও। দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও হরিয়ানার বিভিন্ন অঞ্চলে কয়েক দিন আগেও তীব্র দাবদাহ বয়ে গেছে। তাপমাত্রা গিয়ে ঠেকেছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াসে। এ জন্য বাসিন্দাদের অকারণে বাইরে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল। তাপমাত্রা কিছুটা কমলেও এখনো তাপপ্রবাহ অব্যাহত আছে। ভূপালে সপ্তাহখানেক ধরে পানির সংকট চলছে। সেখানকার পানির স্তর অনেক নিচে নেমে গেছে। ফলে পানির জন্য বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সূত্র : নিউজ ১৮।
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের