January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 20th, 2022, 7:40 pm

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘বিউটি সার্কাস’

অনলাইন ডেস্ক :

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে মাহমুদ দিদারের সিনেমা ‘বিউটি সার্কাস’। ২০১৭ সালে শুরু হয়েছিল ছবিটির শুটিং। শোনা যায়, অর্থ সংকটে সিনেমাটির কাজ মাঝখানে বন্ধ ছিল। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে পরে প্রযোজক হিসেবে যুক্ত হয় ইমপ্রেস টেলিফিল্ম। অবশেষে সিনেমার কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন পরিচালক। সেখানে প্রশংসিত হয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক মাহমুদ দিদার। তিনি বলেন, ‘ঈদের আগে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছিল। সিনেমাটি দেখার পর বুধবার সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে বোর্ড। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি দেবো। এ বিষয়টা আগামী সপ্তাহে জানা যাবে।’ এ সিনেমার গল্প গড়ে উঠেছে সার্কাসের মালিক ও প্রধান নারী শিল্পী বিউটি ও তার সার্কাস দলটি নিয়ে। বিউটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার জাদু প্রদর্শনী আর রূপে পাগল এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। বিউটিকে নিজের করে পাবার প্রতিযোগিতায় নামে তারা। একসময় হুমকির মুখে পড়ে বিউটির সার্কাস। সিনেমায় আরও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকির আহমেদ, গাজী রাকায়েত, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ূন কবীর সাধুসহ অনেকে।