January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 21st, 2022, 1:22 pm

অরক্ষিত লেভেল ক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত তিন

অনলাইন ডেস্ক :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উপজেলার আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটা এলাকায় অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিনজনের প্রাণ গেছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নরসিংদী জিআরপি থানার এসআই ইমাদুর জাহেদী। নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন পিকআপ চালক মৃদুল শিকদার ও হেলপার জাকির হোসেন। তাদের দুজনের বাড়ি পূবাইলের বড় কয়ের গ্রামে। অন্য যাত্রীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এগার সিন্দুর ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পথে নলছাটা এলাকায় একটি অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে নাগরি থেকে আসা একটি তালবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপটি ভ্যানটি ছিটকে পড়ে এবং তিনযাত্রীর শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নাগরি-নলছাটা রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার তা স্বাভাবিক হয় বলে জানান কামরুল।