অনলাইন ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে দিল্লির একাদশে ছিলেন না বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ম্যাচটি হেরেছে দিল্লি। ফলে শেষ হয়ে গেছে দিল্লি ও মুস্তাফিজের এবারের আইপিএল অভিযান। আইপিএলের এবারের আসরে সব মিলিয়ে আট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। এই আট ম্যাচে ওভারপ্রতি ৭.৬২ রান দিয়েছেন, ৩০.৫০ গড়ে শিকার করেছেন ৮টি উইকেট। প্রতিটি ম্যাচেই তিনি চার ওভার বোলিং করেছেন। এবারের আসরে তার সেরা ফিগার হলো ১৮ রানে ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হয়ে ওয়ানডে সিরিজ খেলে ভারতে পা রাখেন ফিজ। সেখানে কোয়ারেন্টিনের কারণে প্রথম ম্যাচটি খেলতে পারেননি তিনি। পরের আট ম্যাচে টানা ছিলেন একাদশে। এরপর শেষ পাঁচ ম্যাচ অ্যানরিক নরকিয়ার কাছে জায়গা হারিয়ে বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে প্লে-অফে খেলার যোগ্যতা হারিয়েছে দিল্লি। গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জায়গা করে নিয়েছে প্লে-অফে।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল