January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 22nd, 2022, 8:43 pm

মে মাসে স্পেনে রেকর্ড তাপমাত্রা

অনলাইন ডেস্ক :

স্পেনের আবহাওয়া সংস্থা এইএমএইটি জানিয়েছে, স্পেনের কিছু অংশ তাদের সবচেয়ে উষ্ণতম মে মাস দেখছে। কিছুকিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ১০টি অঞ্চলে তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতা জারি করে আবহাওয়া সংস্থা। বলা হয়েছে, এটি বছরের মধ্যে ‘সবচেয়ে তীব্র’ তাপপ্রবাহ হতে পারে। গত শুক্রবার স্পেনের দক্ষিণাঞ্চলের জায়েন শহরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিবিসি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন তাপপ্রবাহ হচ্ছে এবং গরম আরো তীব্র হয়ে উঠছে। স্পেনে এই সময়ে তাপমাত্রা বেড়ে যায় উত্তর আফ্রিকা থেকে আসা গরম বাতাসের কারণে। স্বাভাবিক সময়ের তুলনায় ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে যায়। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সে দেশের বাসিন্দাদের প্রচুর পরিমাণে পানি পান করতে বলেছে। সম্ভব হলে ঠান্ডা জায়গায় থাকারও আহ্বান জানানো হয়েছে। জনগণকে দেওয়া হয়েছে শারীরিক পরিশ্রম কমানোরও পরামর্শ। সূত্র: বিবিসি।