অনলাইন ডেস্ক :
আবহাওয়া অফিস জানিয়েছে,রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তীব্র বজ্রবিদ্যুৎ সহ প্রাক-মৌসুমী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলেছে ‘রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’
এতে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী (২২-৪৩ থেকে ৪৪-৮৮ মিলিমিটার) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক