January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 23rd, 2022, 7:39 pm

নগ্নতার অভিযোগে নিষিদ্ধ ম্যাডোনা

অনলাইন ডেস্ক :

হলিউড ‘পপ কুইন’ ম্যাডোনা। তার বয়স ৬৩ বছর। যিনি প্রায় খোলামেলা পোশাকে হাজির হন নেট দুনিয়ায়। এর জন্যে অনেক সময় সমালোচনার মুখে পড়তে হয় গায়িকাকে। তবে এবার নগ্নতার অভিযোগ উঠেছে ম্যাডোনার বিরুদ্ধে। সে অভিযোগের জেরে তাকে ইনস্টাগ্রাম থেকে নিষেধাজ্ঞা করেছে ইনস্টা কর্তৃপক্ষ। এর ফলে সেখানে কোনো লাইভ ভিডিও করতে পারবেন না তিনি। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাডোনা তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন। এই প্ল্যাটফর্মের বাকিদের কথা মাথায় রেখে এবং সবাইকে সম্মান জানিয়ে আইন মেনে চলতে হবে বলে জানায় ইনস্টাগ্রাম কতৃপক্ষ। তবে কোন পোস্টের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি তারা। তবে এ বিষয়টি নিয়ে অবাক হয়েছেন ম্যাডোনা নিজেও। একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘আমি জীবনেও এত কাপড় পরিনি, এখন যা পরে আছি। এরা বলতে কী চাইছে? বিষয়টি আশ্চর্যজনক!’ এটাই প্রথম না, এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে কোনও রকম সর্তকবার্তা ছাড়াই ম্যাডোনার বেশকিছু ছবি ডিলিট করে দিয়েছিল ইনস্টাগ্রাম, কারণ ছবিগুলোতে ম্যাডানোর স্তনবৃন্ত উন্মুক্ত ছিল।