Tuesday, May 24th, 2022, 7:53 pm

‘জবা’ নাটকের জন্য নায়িকা খুঁজছে দীপ্ত টিভি

অনলাইন ডেস্ক :

দীপ্ত টিভিতে আসছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘জবা’। ধারাবাহিকটির প্রধান চরিত্র জবার জন্য খোঁজা হচ্ছে নতুন মুখ। এর জন্য আয়োজন করা হচ্ছে ‘জবার খোঁজে’ নামে একটি ইভেন্ট। অভিজ্ঞ বিচারকম-লীর মাধ্যমে অডিশন নিয়ে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত করা হবে পাঁচজন শিল্পীকে। নির্বাচিত পাঁচজন অভিনয়শিল্পী দীপ্ত টিভির ঢাকা ক্যাম্পে ৭-১০ দিনের জন্য অবস্থান করবেন। সেখানে গ্রুমিংয়ের নানা ধাপ এবং তার পরবর্তী পারফরম্যান্সের মাধ্যমে একজনকে জবা চরিত্রের জন্য চূড়ান্ত করা হবে। দীপ্ত কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহীরা দীপ্ত অনলাইনেই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ফরমটি পূরণ করতে পারবেন।