January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 25th, 2022, 7:59 pm

ইসলাম গ্রহণ করলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা

অনলাইন ডেস্ক :

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভারতীয় টিভি অভিনেত্রী দীপিকা কাকর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ২০১৮ সালে ইসলাম গ্রহণ করেছি, আমি এখন মুসলমান, এটাই আমার গর্বের বিষয়। টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা যায়, ধর্ম পরিবর্তন করার পর নিজের নামও পরিবর্তন করেছেন এই অভিনেত্রী। এখন আর দীপিকা কাকর নাম ব্যবহার করেন না তিনি। নতুন নাম দিয়েছেন ‘ফাইজা’। সংবাদমাধ্যমকে ফাইজা বলেন, আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার পরিবারও আমাকে সাহায্য করেছে। কাউকে কষ্ট দেয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি। আমি খুশিমনে এ সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি। ২০১৮ সালে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনি বলেছিলেন, ইসলামকে নিজের করার পর আমি খুব সুখী ও নিশ্চিন্ত। বিয়ের পর জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং আমার মানসিক প্রশান্তির পাশাপাশি আনন্দ অর্জিত হয়েছে। ইসলাম নিয়ে বেশ পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেন তিনি।
প্রসঙ্গত, ইসলামে প্রবেশের পর এই অভিনেত্রী উগ্রবাদী হিন্দুদের রোষানলেও পড়েছিলেন।