অনলাইন ডেস্ক :
কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াও রিয়াল মাদ্রিদ তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলেই বিশ্বাস করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো। আসন্ন গ্রীষ্মে পিএসজির সাথে চুক্তি শেষ হবার পর এমবাপ্পেকে দলে ভেড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল রিয়াল। আলোচনা প্রায় অনেক দূর এগিয়েও গিয়েছিল। কিন্তু স্পেনে না গিয়ে ফরাসি এই তরুণ স্ট্রাইকার পিএসজির সাথেই নতুন করে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ সম্পর্কে কাসেমিরো বলেছেন, ‘এই ক্লাব শুধুমাত্র খেলোয়াড়দের জন্য নয়, এই ক্লাবের ইতিহাসই সব কথা বলে দেয়। খেলোয়াড়রা এসে কেবলমাত্র একটি সময়কে সমৃদ্ধ করে দিয়ে যায়। যেমন আলফ্রেডো ডি স্টিফানো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু তারপরেও এই ক্লাব জয়ের ধারা বজায় রেখেছে। কারণ এখানকার খেলোয়াড়রা খুব গুরুত্বপূর্ণ। তারা জয়ের জন্যই এই ক্লাবে আসে। এমবাপ্পেকে না পেয়ে স্বাভাবিক ভাবেই সমর্থকরা কষ্ট পেয়েছে। কিন্তু এই ক্লাব কেবলমাত্র জয়ের জন্যই মাঠে নামে।’ এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র উভয় লেগের ম্যাচেই এমবাপ্পে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেছেন। মার্চে সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটিতে স্বাগতিক সমর্থকদের প্রশংসাও কুড়িয়েছেন। কাসেমিরো বলেন, ‘সে একজন অসাধারণ খেলোয়াড়। উভয় ম্যাচেই সে আমাদের কাজটা কঠিন করে তুলেছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে শ্রদ্ধা। সে যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তবে আমাদের অবশ্যই সেটা শ্রদ্ধা করতে হবে। আমাদের বুঝতে হবে পরিবারের সাথে আলোচনা করেই এমবাপ্পে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। রিয়াল মাদ্রিদে না আসার কারণে আমরা তাকে নিয়ে আর বেশী কথা বলতে চাচ্ছিনা। তার ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা থাকলো। তবে সেটা অবশ্যই রিয়াল মাদ্রিদের বিপক্ষে নয়। আশা করছি এমবাপ্পে যেখানে আছে ভালই আছে।’ রিয়াল বস কার্লো আনচেলত্তিকে জিজ্ঞেস করা হয়েছিল এমবাপ্পেকে নিয়ে যে হইচই হচ্ছে সেটা রিয়াল মাদ্রিদের উপর প্রভাব পড়বে কিনা। বিশেষ করে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে সামনে রেখে এই ধরনের বিষয় নিয়ে মাদ্রিদ চিন্তিত কিনা। আনচেলত্তি বলেছেন, ‘আমরা যা চিন্তা করছি সেটা আমাদের সামনে স্পষ্ট। অন্য ক্লাবের খেলোয়াড়দের নিয়ে আমরা কখনই কথা বলিনা। তাদের সকলের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। অন্য ক্লাবের সিদ্ধান্তকেও আমরা শ্রদ্ধা করি। আমাদের নিজেদের কাজ করতে হবে। এ কারনেই ফাইনাল নিয়েই এখন আমরা চিন্তা করছি।’
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল