বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে একটি ট্রাক্টর ট্রলি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে পিরোজপুরের চিংড়ি গবেষণা কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রেশমী বেগম সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী। বাকিদের পরিচয় জানা যায় নি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. গোলাম সারোয়ার জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইট বোঝাই ট্রাক্টর ট্রলিটি ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় এবং অপর দুজন আহত হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন।
ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো