অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৯৭ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৯৭ লাখ ১ হাজার ৫৯৪ এবং মোট মৃতের সংখ্যা ৬৩ লাখ ৬ হাজার ১৯৯ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৩৪০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩০ হাজার ৪১৫ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ৪২ হাজার ১৯২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৫০৭ জনে।
আরও পড়ুন
৫ কোটি টাকার সম্পদ-প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা
জাকসু নির্বাচনে নজরুল হলে এখনো চলছে ভোটগ্রহণ
ট্রাম্পের সহযোগী চার্লি কার্ক গুলিতে নিহত